ভুয়া সংবাদ বা গুজব বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটি বিষয় হয়ে উঠেছে। এ ধরনের সংবাদের কারণে প্রায়ই বিপদে পড়ছে বিভিন্ন দেশের মানুষ। এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে কর্তৃপক্ষের চিন্তার কারণ হয়ে উঠছে এটি।আর এই সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।
তারা নতুন একটি নীতি চালু করেছে। এই নীতির আওতায় কোনও মেসেজ পাঁচবারের বেশি ফরওয়ার্ড করা যাবে না।
ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইন্দোনেশিয়ায় এই নীতি চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। আগামী এপ্রিলে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্যই এ পদক্ষেপ নিল ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
নতুন এই নীতি চালু সম্পর্কে কর্তৃপক্ষ জানায়, গত ছয় মাস ইন্দোনেশিয়ায় হোয়াটসঅ্যাপের ব্যবহার পর্যবেক্ষণ করেছে তারা। এরপরই নতুন নীতি চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।উল্লেখ্য, ভারতে এই নীতি ছয় মাস আগে থেকেই কার্যকর করা হয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের গ্রাহকরা এখনও একই মেসেজ ২০ জনকে পাঠাতে পারেন। তবে তাদের ক্ষেত্রেও হয়তো এ পরিবর্তন আসতে পারে।