Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM
আপডেট: ২৩ জানুয়ারী ২০১৯, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


ফিলিস্তিনের পূর্বাঞ্চলীয় গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় মাহমুদ আল নাবাহিন (২৪) নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আরো দুইজন ফিলিস্তিনী আহত হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে ইসরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয় গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার জবাবে হামাসের একটি পর্যবেক্ষণ পোস্ট লক্ষ্য করে হামলা চালায় তারা। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের এক সেনাসদস্য হেলেমেটে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল মঙ্গলবারের বিমান হামলা চালায়।

১১ বছর ধরে ইসরায়েলের অবরোধের কারণে প্রতিদিনই কঠিন হয়ে উঠছে গাজার ২০ লাখ মানুষের জীবন। অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার পাশাপাশি মৌলিক মানবিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার বাসিন্দারা।

Bootstrap Image Preview