Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাকসুর সংলাপে বসতে নিবন্ধনপত্র আহ্বান

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ১০:৪২ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ১০:৪২ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে সংলাপে বসতে নিবন্ধিত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর দলীয় নিবন্ধনপত্র, গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) থেকে এক সপ্তাহের মধ্যে এসব তথ্য-সংলাপ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বরাবর জমা দিতে হবে। মঙ্গলবার দুপুরে সংলাপ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, সংলাপ কমিটির সভায় নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ছাত্র সংগঠনগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নির্বাচন কমিশন কর্তৃক দলীয় নিবন্ধনপত্র, গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটির তালিকা আগামী ২৩ থেকে ২৯ জানুয়ারির মধ্যে প্রক্টর দফতরে জমা দিতে হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর কার্যনির্বাহী কমিটির সদস্যদের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের ফটোকপি এবং সদস্যদের নিজ নিজ বিভাগের সভাপতির প্রত্যয়নপত্রসহ জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। পরবর্তীতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে পর্যায়ক্রমে আলোচনা করা হবে।

Bootstrap Image Preview