Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘পুরোটা পথ কাঁদতে কাঁদতে এসেছি’,যুক্তরাষ্ট্রে আসা শরণার্থী নাহিনের গল্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:০৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৯:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


হন্ডুরাস থেকে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে গেছেন নাহিন। বাড়ি ছেড়ে যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমানোর সময় নিজের মায়ের কাছ থেকে বিদায় নিয়েও আসেননি তিনি।

নাহিন বলেন, আমি আমার মাকে শেষবারের মতো বিদায়ও জানাতে পারিনি। এমনকি যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর ব্যাপারে মায়ের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি।

তিনি আরো বলেন, মাকে এ ব্যাপারে জানালে তিনি বলতেন, যেও না। এটা বিপজ্জনক সিদ্ধান্ত। সে কারণে আমি আর জানানোর সাহস পাইনি। পুরোটা পথ কাঁদতে কাঁদতে এসেছি।

১৭ বছর বয়সী এই নারী তার চাচাতো বোনের সঙ্গে শরণার্থী হিসেবে যাত্রা শুরু করেন। হঠাৎ করেই ওইদিন তার চাচাতো বোন তাকে বলেছিলেন, তারা বাসে করে যুক্তরাষ্ট্রের পথে পাড়ি জমিয়েছেন। নাহিন চাইলে তাদের সঙ্গে যোগ দিতে পারেন। যাওয়ার খরচ তার চাচাত বোনই দেবেন। যেতে চাইলে তাদের বাড়ির পাশের চার্চে উপস্থিত থাকতে হবে।

এদিকে অর্থের অভাবে হন্ডুরাসে নাহিনের পড়াশোনা প্রায় বন্ধের পথে। সবমিলিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলেন নাহিন। সে কারণে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

নাহিন ভেবেছিলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর মাকে অন্তত সাহায্য করতে পারবেন। এখনো সেই স্বপ্ন দেখেন তিনি।

Bootstrap Image Preview