Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন সরকারের অনুরোধে ইরানি এয়ারলাইনস নিষিদ্ধ করল জার্মানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন সরকারের অনুরোধে সাড়া দিয়ে ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা- ‘মাহান এয়ার’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মানি। সিরিয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধাঞ্চলে সামরিক ব্যক্তি এবং সরঞ্জাম পরিবহনের দায়ে একটি ইরানি এয়ারলাইনসের অনুমোদন বাতিল করেছে জার্মানি।

ইরানি এয়ারলাইনস নিষেধাজ্ঞা আরোপে ব্যাপক মার্কিন চাপে দেশটি এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০১১ সালে ইরানের মাহান বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। অভিযোগ ছিল- মাহান এয়ারলাইনস ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে অর্থনৈতিক ও অন্যান্যভাবে সহায়তা করছে। পরবর্তী ইউরোপীয় মিত্র দেশগুলোকেও একই পথ অনুসরণ করতে চাপ দিতে থাকে যুক্তরাষ্ট্র।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, এয়ারলাইনসের ওপর জার্মানির নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্টেভ মানুচিন সোমবার বলেন, মাহান ওয়ারলাইনসের অবতরণের অধিকার কেড়ে নিতে জার্মানির সিদ্ধান্ত যথাযথ বলে বিবেচনা করছেন তিনি।

এই সংস্থাটির বিমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সরঞ্জাম ও সেনাদের সিরিয়ায় পরিবহন করা হয়। তাদের ওপর সন্ত্রাসবাদের সংশ্লিষ্ট মাঝারি নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তারা চাচ্ছে- বিশ্বের অন্যান্য দেশেও একই পথ অবলম্বন করুক।

তবে এ নিষেধাজ্ঞা নিয়ে রয়টার্সের সঙ্গে তাৎক্ষণিক মন্তব্য করতে চায়নি মাহান এয়ারলাইনস।

ইরানের প্রথম ব্যক্তি মালিকানার এয়ারলাইন মাহান ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির সবচেয়ে বড় বিমান বহরও তাদের। ইতালি, স্পেন, ফ্রান্স ও গ্রিসসহ বিভিন্ন ইউরোপীয় দেশে এ বিমানের যাতায়াত রয়েছে।

Bootstrap Image Preview