Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

থাইল্যাণ্ডে দুই বৌদ্ধ ভিক্ষুকে গুলি করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১১:৪২ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


থাইল্যান্ডের মুসলমান অধ্যুষিত দক্ষিণাঞ্চলে একটি মন্দিরের অভ্যন্তরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। গত তিন বছরে ওই এলাকায় বৌদ্ধ ভিক্ষুদের ওপর হামলার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্দুকধারীরা কালো পোশাক পরিধান করে মোটরবাইকে চড়ে রাত্তানাউপাপ মন্দিরের কাছে আসে। এরপর তারা মন্দিরে প্রবেশ করে খুব কাছ থেকে বৌদ্ধ ভিক্ষুদের ওপর গুলি চালায়। 

এদিকে, এই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। মালয়েশিয়ার সীমান্তবর্তী নারাথিয়াত প্রদেশ এ ঘটনা ঘটেছে। এই প্রদেশে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংখ্যাগুরু বৌদ্ধদের সংঘাত চলছে। 

Bootstrap Image Preview