Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফ্রান্সে আশ্রয় চেয়েছেন ইন্টারপোলের সাবেক প্রধানের স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


ফ্রান্সে আশ্রয় চেয়েছেন আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউইর স্ত্রী গ্রেস। মেং হোংউই গতবছর ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিও থেকে চীনে গিয়ে আটক হওয়ার পর থেকে তার আর কোনো খবর নেই। ফ্রান্স ঘটনাটি তদন্ত করছে।

তার স্ত্রী গ্রেস মেং সাত বছর বয়সী দুই যমজ সন্তান নিয়ে ফ্রান্সেই আছেন। তার আইনজীবী ইমানুয়েল শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান।

এদিকে চীন জানিয়েছে মেং এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত চলছে। মেং এর স্ত্রী ও সন্তানরা প্রাণনাশের হুমকি পাওয়ার কারণে তাদের পুলিশ প্রহরায় রাখা হয়েছে।

গ্রেস মেং এর উদ্ধৃতি দিয়ে শুক্রবার ফ্রান্সের কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, লিওতে সম্প্রতি কয়েক সপ্তাহে আগন্তুকরা তাকে অনুসরণ করেছে।

তিনি সন্দেহজনক ফোন কল পেয়েছেন। অপরিচিত কয়েকজন লোক তার গাড়ির নম্বর প্লেটের ছবিও তুলেছে। তাকে অপহরণ করা হতে পারে বলে আশংকা করছেন গ্রেস।

Bootstrap Image Preview