Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুনায়েদের তাণ্ডবে খুলনার বিরাট সংগ্রহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৮:৫৪ PM

bdmorning Image Preview


চলতি বিপিএলের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভেক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ১৮১ রান করেছে। জয়ের জন্য কুমিল্লার ১৮২ রান দরকার।

কুমিল্লার বিপক্ষে ওপেনিংয়ের শুরুটা নড়বড়ে করলেও দ্বিতীয় উইকেটের জুটিতে দারুণ সূচনা করেছেন জুনায়েদ ও আল আমিন । এই জুটি থেকে ৭২ রান পায় টাইটান্স। এরপর আল আমিন ৩২ রানে বোল্ড আউট হলে ভেঙে যায় সেই জুটি।

 আল আমিনের বিদায়ের পর জুনায়েদ মাহমুদউল্লাহর সাথে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ক্যাপ্টেন রিয়াদ মাত্র ১৬ রান করে সেই আফ্রিদির বলে বোল্ড আউট হয়ে ফিরে যান সাজ ঘরে। 

এরপর ভেক্টোরিয়ান্স বোলারদের বিপক্ষে একাই যুদ্ধ চালিয়ে যেতে থাকেন জুনায়েদ। কিন্তু দুরভাগ্য জুনায়েদের ১৬ ওভারের মাথায় ৭০ রান করে রান আউট হন তিনি। 

খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ
 জুহুরুল(০), জুনায়েদ(৭০), আল আমিন(৩২), মাহমুদউল্লাহ(১৬), মালান(২৯), ব্র্যাফেট(১২), শান্ত(১)* ও আরিফুল (১৩)*।
উইকেট নিয়েছেনঃ আফ্রিদি(৩), ওহাব(২) ও সাইফউদ্দিন(১)।
খুলনা টাইটান্সঃ মাহমুদউল্লাহ(অধিনায়ক), আল আমিন, জুনায়েদ সিদ্দিকী , জহুরুল ইসলাম,মালান ,শান্ত, ব্র্যাফেট, জুনায়েদ, মালেঙ্গা, তাইজুল, আরিফুল।

কুমিল্লা ভেক্টোরিয়ানঃ বিজয়, তামিম, শুভো, ইমরুল, ডাওসন, মেহেদী, সাইফউদ্দিন, পেরেরা, আফ্রিদি, ওহাব, জিয়া।

Bootstrap Image Preview