Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছক্কা মেরে বল হারিয়ে ম্যাচ জিতালেন রাসেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview



সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে দাপটের জয় তুলে নিল ঢাকা ডাইনামাইটস। চলতি বিপিএলে এটি তাদের পঞ্চম জয়। অন্যদিকে সিলেটের এটি চতুর্থ হার। 

প্রথমে টসে জিতে  আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান করে সিলেট। 

১৫৯ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে ঢাকা ডাইনামাইটস। ইরফান ও তাসকিন আহমেদের বোলিংয়ে দুই ওপেনারের পতন ঘটে। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়লেও ক্যাপ্টেন সাকিবের  দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই চাপ কাটিয়ে স্বস্তিতে ফেরে ডাইনামাইটস। 

তখন ক্যাপ্টেনের সাথে যোগ দেন ক্যারিবিয়ার তারকা অ্যান্দ্রে রাসেল। খেলার ১৫ ওভারে যখন ঢাকার ২৭ রানের প্রয়োজন হয় তখন তাসকিনের ১৬তম ওভারে পর পর দুটি ছক্কা হাঁকিয়ে মাঠের বাহিরে পাঠান রাসেল। সেই ছক্কায় জয়ের কাছে পৌঁছিয়ে যায় ঢাকা।অবশেষে ২০ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছিয়ে যায় সাকিবরা।
 
ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ.৪/১৬৩

মিজানুর(১), নারাইন(২০),রনি(১৩),রাসলি(১৪), সাকিব(৬১)*, রাসেল(৪০)*।

উইকেট নিয়েছেনঃ তাসকিন (১), ইরফান(২),লামিচান(১)।

সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৫৮/৮
 লিটন(২৭), সাব্বির(১১), আফিফ(১৯), কাপালি(০), ওয়ার্নার (৬৩), জাকির (২৫), তাসকিন(১), লামিছান(০)*।
উইকেট নিয়েছেনঃ  সাকিব (২), রাসেল(১), ব্রিচ(৩), নারাইন(১), রুবেল(১)। 

সিলেট সিক্সার্সঃওয়ার্নার(অধিনায়ক), সোহেল তানভির, লামিচান, পোরান, কাপালি, লিটন, সাব্বির, আল আমিন, তাসকিন, আফিস, অনিক।
 
ঢাকা ডাইনামাইটসঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সোহান, রুবেল, শুভাগত, রনি তালুকদার, মিজানুর, রাসেল, নারাইন,বিরছ, আলিস ও রাসেল ।

Bootstrap Image Preview