Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির শিক্ষার্থী সজীবের চিকিৎসা ব্যয় বহনের দাবিতে মানবন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview
ছবি বিডিমর্নিং


শাহাবুদ্দীন ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাদ ভেঙ্গে পড়ে যাওয়া শিক্ষার্থী সজীবের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচি থেকে আহত শিক্ষার্থীর দ্রুত উন্নত চিকিৎসা নেওয়ার দাবি জানানো হয়।

আজ বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তরা বলেন, যে ঝুকিপূর্ণ ভবনের নির্মাণ চলছে সেখানে একজন ৫৫-৫৬ কেজি ওজনের শিক্ষার্থীর ভরে ছাদসহ দেওয়াল ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছে। তার ওপর কিভাবে ভবন নিমার্ণ করা হচ্ছে। আর সেখানে নির্মানের জন্য কোনো বেরিকেট দেওয়া হয়নি বা চিহ্নিত করা হয়নি। এটি প্রশাসনের অবহেলার জন্য হয়েছে। আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রায় ৫-৩০ লক্ষ টাকার প্রয়োজন এজন্য সজীবের উন্নত চিকিৎসার ব্যয়ভার প্রশাসনকেই নিতে হবে। 

বক্তারা আরো বলেন,  সজীবের মুমূর্ষু অবস্থা কি শুধুই  কি একটি দুর্ঘটনা নাকি অবহেলা? সজীবের উন্নত চিকিৎসার দাবিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। 

এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা,ঝুকিপূর্ণ ভবন নিমার্ণ করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেবেন বলেও উল্লেখ করেন

মানবন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা তাদের দাবি আদায় না হলে আবারও আন্দোলন করবেন বলে জানান। 

Bootstrap Image Preview