Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে চাষের উপর ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ উন্নয়ন ধারা প্রশিক্ষণ কক্ষে ৩ দিনব্যাপী ৩ টি ব্যাচে জিংক ধানের বৈশিষ্ট্য ও জিংকের উপকারিতা বিষয়ক কৃষক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকালে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।  

হারভেস্ট প্লাস বাংলাদেশের 'ডেলিভারি অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ' প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে স্থানীয় বে-সরকারি সংস্থা উন্নয়ন ধারা এই প্রশিক্ষণের আয়োজন করে।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আলী হাসান, জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান এবং সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোফাক্খারুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের এগ্রিকালচারাল রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অফিসার মজিবর রহমান, উন্নয়ন ধারার প্রতিষ্ঠতা ও নির্বাহী পরিচালক তালিব বাশার নয়ন এবং কৃষিবিদ রুবেল আলী।

প্রশিক্ষণ সঞ্চালনা করেন, হারভেস্টপ্লাস প্রকল্প সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা। সার্বিক সহযোগিতায় ছিলেন, উক্ত প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মদ রনি।

ঝিনাইদহ জেলার সদর, হরিণাকুন্ডুও শৈলকুপা উপজেলার ৯ টি ইউনিয়নের ৭৫ জন কৃষককে জিংক সমৃদ্ধ জাতের ব্রি-ধান ৭৪ চাষের উপর উক্ত প্রশিক্ষণ দেওয়া হয় এবং মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের অভাব জনিত সমস্যা সমূহ, জিংকের উৎস হিসেবে জিংক ধানের ভূমিকা এবং এর উৎপাদন কলাকৌশল নিয়ে বিষদে আলোচনা করা হয়। প্র

শিক্ষণে প্রদর্শনী কৃষকদের মাঝে জিংক ধানের ফ্যাক্টশীট, মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা বিষয়ক লিফলেট প্রভৃতি প্রদান করা হয়। কৃষকবৃন্দ জিংক ধানের চাষ করে সে চালের ভাত খাওয়া ও জিংক ধানের বীজ সংরক্ষণের প্রত্যয় ব্যক্ত করে যা জিংকের অভাবজনিত অপুষ্টি লাঘবে একটি কার্যকর এবং টেকসই পন্থা হিসেবে কাজ করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন। 

Bootstrap Image Preview