Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবি'তে ওয়েবসাইট ও ডিজিটাল সেবা বিষয়ে মতবিনিময় সভা

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল সেবা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ডিজিটাল সেবার দিকে দিয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেকটা এগিয়ে। বাংলাদেশ সরকারের ডিজিটালাইজেশন পলিসি মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া ও তা বাস্তবায়ন করতে হলে রাবি'কে ডিজিটাল ইউনিভার্সিটিতে রূপান্তর করতে হবে। এর মাধ্যমে জাতির জনকের স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বিনির্মাণ করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের এই সমৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকলকে একত্র হয়ে কাজ করার আহ্বান জানান। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ৬২ সালের পর এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান আপডেট ও বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ৫০ বছর পর আমাদের বিশ্ববিদ্যালয় দেখতে কেমন হবে তার একটি রূপরেখা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় আর্কাইভ স্থাপনের কাজ থেকে শুরু করে তার জন্য ই-ক্লাউড ক্রয় করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক সেন্টার, বঙ্গবন্ধু চত্বর স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সকল পরিকল্পনা বাস্তবায়নে জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।  

এই মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা ওয়েবসাইটের বর্তমান অবস্থা ও প্রদত্ত ডিজিটাল সেবা এবং ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সভাপত্বিতে এবং  কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুকের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, ছাত্র-উপষ্টো অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক লুৎফর  রহমান প্রমুখ। 


 

Bootstrap Image Preview