Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রদ্ধা-ভালোবাসায় সেলিম আল দীনের প্রয়াণ দিবস পালন

জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৭:৫১ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৭:৫১ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে বাংলা নাটকের প্রবাদপুরুষ অধ্যাপক ড. সেলিম আল দীনের ১১তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। দুই দিনব্যাপী প্রয়াণ দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্বদেশের ভূগোলে রচ শিল্পনিখিল’।

দিবসটি উপলক্ষে আজ সাড়ে বারোটায় পুরাতন কলাভবন থেকে এক স্মরণযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।

স্মরণযাত্রায় নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, দেশের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ, সেলিম আল দীনের আত্মীয়-স্বজন প্রমুখ অংশগ্রহণ করেন।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ ছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ গ্রামথিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, ভোর হোল, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

এরপর সেলিম আল দীনের শিল্পসঙ্গী অধ্যাপক ড. আফসার আহমদ বলেন, সেলিম আল দীন তাঁর রচনাকে তত্ত্বে রূপদান করেছেন। নতুন প্রজন্মের শিক্ষক-গবেষকগণ তাঁর তত্ত্ব বিশ্লেষণ করবেন।

প্রয়াণ দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, সেলিম আল দীন বাংলা নাটককে দেশীয় স্বকীয়তা দান করেছেন।

দুই দিনব্যাপী প্রয়াণদিবস উপলক্ষে বারীণ ঘোষের ক্যামেরায় সেলিম আল দীনের আলোকচিত্র প্রদর্শনী, ‘সেলিম আল দীন ও এই যে আমি: অন্তর্গত আলোক’ শীর্ষক আলোচনা এবং সন্ধ্যায় নাটক চন্দ্রাবতী মঞ্চায়িত হয়। দ্বিতীয় দিন সকাল এগারোটায় পুরাতন কলাভবন সংলগ্ন মৃৎমঞ্চে টাঙ্গাইলের মহাদেব সঙযাত্রার ‘সঙযাত্রা’, সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে কিশোরগঞ্জের ইসলাম উদ্দিন পালাকার ও তার দলের ‘পালাগান’ পরিবেশিত হবে।

Bootstrap Image Preview