Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত বিমান, নিহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানে সোমবার সকালে কিরগিজিস্তানের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটিতে সবমিলিয়ে ১৬ আরোহী অবস্থান করছিল। এদের মধ্যে ১৫ জনই মারা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ। তবে এর আগে দেশটির সরকারি সংবাদ মাধ্যমে পার্স টুডে জানায়, বিমানটিতে সব মিলিয়ে ১০ জন আরোহী ছিলো।

সোমবার সকালে রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কারাজ শহরের কাছে পশ্চিমাঞ্চলীয় ফাতাহ বিমানবন্দরে কিরগিজিস্তানের বোয়িং ৭০৭ কার্গো বিমানটি বিধ্বস্ত হয়।

ইরানি সেনা সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আরব নিউজ বলছে, এ দুর্ঘটনায় বিমানে থাকা ষোলো আরোহীর মধ্যে ১৫ জনই নিহত হয়েছেন।

ইতিমধ্যে হেলিকপ্টার ও কয়েকটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বিমানটির কারাজ শহরের পাইয়াম বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও দুর্যেোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি ভুল করে ফাতেহ বিমানঘাঁটিতে নামে যা বিশাল আকারের কার্গো বিমান অবতরণের উপযোগী ছিলো না।

ফলে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের একটি দেয়ালে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকটি আবাসিক ভবনের ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

কিরগিজিস্তানের বিধ্বস্ত ওই বিমানটিতে করে ইরানের জন্য মাংস বহন করে আনা হচ্ছিলো বলেও জানিয়েছে আরব নিউজ।

Bootstrap Image Preview