Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুবাইয়ে পাকিস্তানি তরুণীকে ধর্ষণের দায়ে বাংলাদেশি যুবক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দুবাইয়ের আল মামজার পার্কে এক পাকিস্তানি তরুণীকে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আদালতে এ মামলার বিচার চলছে।

দুবাই পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সেদিনের ঘটনার বর্ণনায় ধর্ষণের শিকার পাকিস্তানি তরুণী বলেছেন, এক বন্ধুর সঙ্গে পার্কে বসেছিলেন তিনি। সে সময় মিউনিসিপ্যালিটির কর্মী পরিচয় দিয়ে ওই যুবক তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান ও ৫০০ দিরহাম জরিমানা দাবি করেন। এ অবস্থায় তাকে সেখানে রেখে তার বন্ধু গাড়ি থেকে পরিচয়পত্র ও জরিমানার অর্থ আনতে পার্কিং এলাকায় যান। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ওই তরুণীকে টেনে-হিঁচড়ে গাছপালায় ঘেরা একটি নির্জন এলাকার দিকে নিয়ে যান এবং বালুর ওপর ফেলে শারীরিক নির্যাতন করেন।

 সে সময় তরুণীর তিনি চিৎকার করতে চাইলে তার মুখ চেপে রাখেন অভিযুক্ত যুবক। পরে তাকে ফেলে রেখে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তার মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয় বলে জানান নির্যাতনের শিকার তরুণী।

পরে বন্ধুর কাছে গিয়ে পরিস্থিতি জানালে তারা পুলিশ ডাকেন। ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল ও অভিযুক্তের শারীরিক গড়নের বর্ণনা থেকে ধারণা করে বাংলাদেশি ওই ব্যক্তিকে শারজার আল ঘাফিয়া এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ।

খালিজ টাইমস আরও জানিয়েছে, অভিযুক্ত বাংলাদেশি এক সময় দুবাই মিউনিসিপ্যালিটির কর্মী ছিলেন। তবে বর্তমানে তার চাকরি ও দেশটিতে অবস্থানের বৈধতা নেই। তিনি স্বীকার করেছেন, দুবাই মিউনিসিপ্যালিটির পুরোনো পরিচয়পত্র দেখিয়েই তিনি মেয়েটিকে ফাঁদে ফেলেন।

দুবাই পাবলিক প্রসিকিউশন জানায়, ধর্ষণের অভিযোগও স্বীকার করে নিয়েছেন ওই বাংলাদেশি। এছাড়া ডিএনএ টেস্টেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুবাইয়ের সরকারি আদালতে এ মামলার বিচার চলছে।

Bootstrap Image Preview