Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:২৩ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview


অ্যান্টি র‌্যাগিংয়ের পোস্টার ও নৌকা প্রতীক স্থাপন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট বিবাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ইকবাল কবীর জাহিদকে যশোরের সাবেক ছাত্রলীগ নেতার প্রাণ নাশের হুমকি ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে এবং এর বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সকল ক্লাস পরীক্ষা ও ওরিয়েন্টেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি।

এই ঘটনার প্রেক্ষিতে শনিবার (১২ জানুয়ারি) শিক্ষক সমিতি মানববন্ধনের ডাক দেয়। মানববন্ধনের এক পর্যায়ে শিক্ষকদের মাইক ফেলে দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নিলে শিক্ষার্থীরা ও সেখানে অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন।

রবিবার (১৩ জানুয়ারি) শিক্ষক সমিতি, প্রক্টর বডি, হলের প্রভোস্টদ্বয়, ডিন এবং সকল চেয়ারম্যানের সঙ্গে মিটিং করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মিটিংয়ে ভিসি স্যার সবাইকে পরীক্ষা ও ক্লাস নিতে আহ্বান জানান।

মিটিং শেষে শিক্ষক সমিতির সাাধারণ সম্পাদক ড. নাজমুল হাসান জানান, 'শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস, পরীক্ষা ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আগামীকালের ওরিয়েন্টেশন সহ সবকিছু স্থগিত থাকবে'।

অন্যদিকে শেখ হাসিনা হলের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিনের নেতৃত্বে একদল শিক্ষার্থী উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি সকল সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, 'ভিসি স্যার আমাদের সকল দাবি মেনে নিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানান'।

Bootstrap Image Preview