Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শিক্ষার্থী ও শিক্ষক সমিতির পাল্টাপাল্টি অবস্থানে অচলাবস্থা যবিপ্রবিতে

হাসান আহমদ, ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগের প্রতীক নৌকার সামনে র‍্যাগিং বিরোধী পোস্টার লাগানোকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (৯ জানুয়ারি) যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছিল সেটির জের ধরে শনিবারও (১২ জানুয়ারী)  অবস্থান নেয় ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।            

এসময় তারা বিক্ষোভ করেন এবং কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষককে হুমকি, অপমানের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা এবং ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত জানান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নাজমুল হোসেন।    

উন্নয়নের প্রতীক নৌকাকে অপমান, অযৌক্তিক কটুক্তিমূলক পোস্টার, অভিযুক্ত শিক্ষকের অপসারণ প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগামে বিতর্কিত সংগঠনের অংশগ্রহণ, অতিরিক্ত রিটেকের জরিমানা, লাইব্রেরির জরিমানাসহ বিভিন্ন দাবিপূরণ না হলে আগামীকাল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান, যবিপ্রবির শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন।

উভয়পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের ফলে যে চলমান অচলাবস্থায় এক জরুরী সংবাদ সম্মেলনে যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে ঠিকমতো ক্লাস পরীক্ষা হবে। তিনি এব্যাপারে শিক্ষকদের সাথে কথা বলবেন এবং এ ধরনের অচলবস্থার খুব দ্রুত সমাধান করা হবে।         

Bootstrap Image Preview