Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যস্ত সড়কে হাঁটবে গাড়ি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ১০ জানুয়ারী ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


ব্যস্ত সড়কে গাড়ি ছুটে চলবে এটাই স্বাভাবিক। কিন্তু গাড়ি হাঁটবে। এ রকম কথা শুনলেই অবাক হবে সকলেই। কিন্তু গাড়ি নিয়ে প্রচলিত চিন্তাধারায় এমনই এক বৈপ্লবিক পরিবর্তন আনল দক্ষিণ কোরিয়ার গাড়ি প্রস্তুতকারক সংস্থা হুন্ডাই।

যুক্তরাষ্ট্রর লাস ভেগাসে সিইএস টেকনোলজির প্রদর্শনীতে তারা উপস্থিত করল ‘এলিভেট’ নামের বিশেষ ধরনের একটি গাড়ি। হুন্ডাইয়ের নতুন উদ্ভাবন এলিভেট শুধু ছুটবে না হাঁটবেও। খাঁড়া জায়গায় চড়তেও পারবে। কারণ এই গাড়িতে চাকা ছাড়াও রয়েছে রোবটিক পা। যা দিয়ে হাঁটাচলা, উঁচু কোনো জায়গায় চড়তে পারবে এই গাড়ি।

মূলত বন্ধুর জায়গায় চলার জন্যই তৈরি করা হয়েছে এই গাড়ি। যে সব এলাকায় সাধারণ গাড়ি চলতে অক্ষম, সেই এলাকায় গিয়ে নিজের ক্ষমতা দেখাবে এলিভেট। মহাকাশেও এলিভেট কাজ করতে পারবে বলে জানিয়েছে গাড়িটির প্রস্তুতকারক সংস্থা।

দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি জানিয়েছে, যে কোনো জায়গায় যেতে পারবে এলিভেটগাড়িটি। এই গাড়ির চারটি পা রোবটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সিঁড়ি বেয়েও উঠে যেতে পারবে এই গাড়ি। পা নাড়িয়ে চলাফেরার সময় গাড়ির ভিতরে বসে থাকা যাত্রীর বিশেষ ঝাঁকুনি লাগবে না। বরফের মধ্যে এই গাড়ি আটকে গেলে হেঁটে রাস্তায় ফিরে আবার চলতে শুরু করবে।

Bootstrap Image Preview