Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১২ বছর পর পাকিস্তান সফরে আবুধাবির ক্রাউন প্রিন্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তান সফর শুরু করেছেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ১২ বছর পর তিনি পাকিস্তান সফরে গেলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দায়িত্ব নেওয়ার পর থেকে তার সঙ্গে তিনবার সাক্ষাৎ করেছেন ক্রাউন প্রিন্স।

রোববার ইসলামাবাদের নুর খান বিমান ঘাঁটিতে তাকে লালগালিচা অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত তিন মাসে এ নিয়ে তিনবার সাক্ষাৎ হল দুই নেতার মধ্যে।

পাকিস্তানের অর্থনৈতিক সংকট সমাধানের লক্ষে গত সপ্তাহে দেশটিকে ৬২০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আরব আমিরাত। তার পর থেকে উভয় দেশের সুসম্পর্ক বেড়েই চলেছে।

গত বছরের আগস্টে ক্ষমতা গ্রহণ করেন ইমরান খান। এরপর দুবার দুবাই সফর করেছেন ইমরান।

Bootstrap Image Preview