Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যাত্রী না পেয়ে একজনকে নিয়েই উড়ে গেল বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৮:৩৩ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৯:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মানুষের চলাচলের সবচেয়ে ব্যয়বহুল মাধ্যম হলো আকাশপথ। সড়ক কিংবা নৌপথে চলাচল করতে যে অর্থ খরচ হয় তার চেয়ে কয়েকগুণ বেশি খরচ হয় আকাশপথে ভ্রমণে। কিন্তু একজন যাত্রী নিয়ে বিমানের গন্তব্যের উদ্দেশে ছুটে চলার ঘটনা দেখা যায় না। কিন্তু এমন ঘটনাই ঘটল ফিলিপাইন্স এয়ার লাইন্সে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বলছে, দাভাও থেকে ম্যানিলাগামী ফিলিপাইন্স এয়ারলাইন্সের বিমান পিআর ২৮১০-তে উঠে থতমত খেয়ে যান ফিলিপাইন্সের মহিলা লুইজা এরিপ্সে। কারণ বিমানে তিনি ছাড়া আর কোনো যাত্রী নেই। বিমানে যাত্রী বলতে একমাত্র তিনিই! প্রথমে একটু ঘাবড়ে গেলেও, বিমান কর্মীরা তাকে জানান বিমানযাত্রা বাতিল করা হচ্ছে না।

ফিলিপাইনের নারী যাত্রী লুইজা এরিপসে তার একাকী বিমানযাত্রার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। বড়দিনের এমন ঘটনা তার জীবনের একটি স্মরণীয় ঘটনা বলে জানান তিনি। ফেসবুকে তিনি তারা পুরো বিমানযাত্রার অভিজ্ঞতার বিবরণ লিখেছেন। শুধু তাই নয়, বিমানে রীতিমতো সেলিব্রিটিদের মর্যাদাও পান ওই নারী।

বিমানপথে যাত্রার বেশ কিছু ছবি তোলেন তিনি। তার তোলা ওই ছবিগুলোতে দেখা যায়, বিমানের পুরো যাত্রীদের বসার আসন ফাঁকা। তিনি একা একটি চেয়ারে বসে আছেন। কিছুক্ষণ পর পর তার খোঁজ নিয়েছেন বিমানের কর্মীরা। এমনকি তার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে বিমানকর্মীদের।।

বিমান চলাচলের স্বভাবিক নিয়ম হলো যাত্রীসংখ্যা কম হলে আর্থিক ক্ষতি বিবেচনায় বিমানের সেই ফ্লাইটটি বাতিল করা হয়। কিন্তু এক্ষেত্রে বিমানের ফ্লাইট বাতিল করা হয়নি। আর তাই ফিলিপিন্স এয়ারলাইন্সকে ধন্যবাদ জানাতেও ভোলেননি লুইজা।

Bootstrap Image Preview