Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে ভুট্টার বাম্পার ফলনের আশায় চাষীরা

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ১১:৩৩ AM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ১১:৩৩ AM

bdmorning Image Preview


জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন চাষীরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ও সঠিক সময়ে সার-কীটনাশক প্রয়োগ, নিয়মিত পরিচর্যা করায় এবার ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন উপজেলার ভুট্টা চাষিরা।

আমনের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা অধিকাংশ জমিতে ভুট্টার চাষবাদ করছেন।

সরেজমিনে দেখা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর, গঙ্গাদাশপুর, কয়া, বেনীপুর, ধান্যখোলা , মেদিনীপুর, হরিহরনগর গ্রামের মাঠগুলো জুড়ে ভুট্টার চাষাবাদ করা হয়েছে। প্রতিটি ভুট্রার গাছগুলো খুব সুন্দরভাবে পরিপুষ্ট হয়েছে। ইতোমধ্যেই ভুট্টা গাছে ভুট্টা ধরা শুরু হয়েছে। যা দেখে ভুট্টা চাষিদের মনে আশার আলো দেখা দিয়েছে।

সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের রহিম মিয়া জানান, এবছর তিনি ৪ বিঘা জমিতে ভুট্টা চাষাবাদ করেছে। ফলনও বেশ ভালো হয়েছে। আশা করি খরচ খরচাবাদ দিয়ে এবছর ভুট্রা চাষে লাভবান হবো।

একই ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামের কৃষক জিয়ারুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবছর আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি ভুট্টা গাছে বেশ ভালো ফলন ধরেছে। এবছর ভুট্টা চাষে লাভবান হবো বলে আশা করি।

কয়া গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, অল্প সময়ে স্বল্প খরচে ভুট্টা চাষাবাদ করতে পারায় কৃষকরা বর্তমানে ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জানান, প্রতিবছরের ন্যায় এ বছরেও উপজেলার বিভিন্ন স্থানে ভুট্রা চাষ হয়েছে। তাছাড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গ্রামে গ্রামে যেয়ে ভুট্টাচাষে কৃষকদের যথাযথ পরামর্শ দেওয়া হয়েছে। তাই এবার উপজেলায় এবছর ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। 

Bootstrap Image Preview