Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যবিপ্রবিতে র‍্যাগিংয়ের বিষয়ে নোটিশ

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৭:০৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৭:০৪ PM

bdmorning Image Preview


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের যাতে কোন রকম র‍্যাগিং এর মুখোমুখি না করা হয় এজন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে। 

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, র‍্যাগিংয়ের সঙ্গে যদি কোন শিক্ষার্থী যুক্ত থাকে তাহলে তাকে বিশ্ববিদ্যালয়ের ১২(১) ধারায় ভিসি তার নিজস্ব ক্ষমতাবলে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত কোন শিক্ষার্থীকে কোন ধরনের ছাড় দেওয়া হবে হবে না।

 নোটিশে র‍্যাগিংয়ে জড়িতদের শাস্তির ব্যাপারে বলা হয়েছে, "বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কোড অফ কন্ডাক্ট"- এর   3.(b)  তে বলা হয়েছে "কোন ছাত্রীকে উত্ত্যক্ত বা ইভটিজিং করলে, কোন শিক্ষার্থীর সাথে প্রতারণা, র‍্যাগিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে সেই অপরাধী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হতে স্থায়ীভাবে বহিষ্কৃত হবে জড়িতদের ব্যাপারে আরও বলা হয়েছে তাকে হল থেকে বহিষ্কার করা হবে।

এছাড়া বৃত্তি প্রাপ্ত হলে তার বৃত্তি বাতিল করা হবে, অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান সে যেন ভর্তি হতে না পারে তার ব্যবস্থা করা হবে, ফৌজদারি অপরাধ হয়েছে মর্মে তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হবে স্থানীয় পুলিশকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাৎক্ষণিক সুপারিশ করা হবে।

একই সাথে কোন শিক্ষার্থী র‍্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

Bootstrap Image Preview