Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শার্শায় বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে মটরসুটি

শহিদুল ইসলাম, বেনাপল প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৬:৫৪ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview


যশোরের শার্শায় বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে পুষ্টি ও সুস্বাদু খাদ্য হিসেবে ডাল জাতীয় মটরসুটি চাষ। অল্প খরচে অধিক লাভ বেশী পাওয়ায় এ চাষে আগ্রহ বাড়ছে এই এলাকার চাষিদের। ফলে প্রতি বিঘায় দুই থেকে চার মন বেড়েছে এর উৎপাদন। ভালো দামে মটরসুটি বিক্রি করায় এখন খুশি চাষিরা। আর এদিকে ফলন আরো বাড়াতে নিয়মিত সহযোগিতা ও প্রশিক্ষণ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ।

কৃষি বিভাগের তথ্যমতে এবার প্রতি বিঘা ৪ থেকে ৬ মন মটরসুটি উৎপাদন হলেও এই মৌসুমে পাওয়া যায় ৬ থেকে ৮ মন।উৎপাদন বাড়াতে বিভিন্ন ভাবে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।

চাষী রফিকুল ইসলাম ও আরসাদ আলী বলেন, একবিঘা জমিতে ৬হাজার টাকা খরচে মটরসুটি চাষে পাওয়া যায় ২০হাজার টাকা।একই জমিতে হয় তিনটি ফসল ফলে লাভবান হচ্ছেন তারা। দিন দিন বাড়ছে চাষ। মিটছে পুষ্টির চাহিদা। তাছাড়া এই এলাকার চাহিদা মিটিয়ে এখানকার মটরসুটি চলে যায় দেশের বিভিন্ন জেলার শহরগুলোতে।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌসম কুমার শীল জানান, আউস ধানের জমি খালি না রেখে আমরা কৃষকদের মটরসুটি চাষের পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি আগামী বছর আরো মটরসুটি আবাদ বৃদ্ধি পাবে। চলতি বছরে ৩৫ হেক্টর জমিতে মটর সুটি চাষ হয়েছে যা গতবার হয়েছ ৩২ হেক্টর জমিতে বলে তিনি জানান

Bootstrap Image Preview