Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা তো মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, ডিআরএস থাকা উচিৎঃ সালাউদ্দিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৬:৩২ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৬:৩২ PM

bdmorning Image Preview


চলতি  বিপিএলের শুরু থেকেই বিতর্ক। আর এই বিতর্কের নাম ডিআরএস। জমকালো এই টুর্নামেন্টে সব ধরনের ব্যবস্থা থাকলেও নেই ডিআরএসের ব্যবস্থা। স্নিকো ও আল্টা এইজ আনতে অনেক খরচ তাই এটির ব্যবস্থা করা হয়নি। 

কিন্তু তাতে কি সন্তুষ্ঠ অংশগ্রহনকারী দল গুলো? খুব সূক্ষ বিষয় গুলো বুঝে না বুঝেই আউট দিচ্ছেন আম্পায়রা। তাতে ম্যাচ যত বাড়ছে সমালোচনায় বাড়ছে।
 
আজ আল আমিনের বলে স্মিথের ক্যাচ আউটটা আসলে হয়েছে কি হয়নি সেটা পরিস্কার ভাবে না দেখিয়েই আম্পায়ার আউট দিয়েছেন। শুধু তাই নয়।গতকাল ঢাকার ব্যাটিংয়ের ৮ম ওভারে কাইস আহমেদের বলটা আড়াআড়ি খেলতে গিয়েছিলেন হযরতউল্লাহ জাজাই। পরবর্তীতে রাজশাহীর জোরালো আবেদনেও আউট দেননি আম্পায়ার। রাজশাহী নিয়েছিল রিভিউ। তবে টিভি আম্পায়ারের ভরসা ছিল শুধু স্লো-মোশনের রিপ্লে। বেশ কয়েকবার দেখার পর তিনি জাজাইকে মাঠে থাকার অনুমতি দেন।

এরপর রাজশাহী ইনিংসের চতুর্থ ওভারে আন্দ্রে রাসেলকে স্কুপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েছিলেন মোহাম্মদ হাফিজ। ঢাকার আবেদনে অন-ফিল্ড আম্পায়ার রানমোরে মার্টিনেজ দিয়েছিলেন আউট, সঙ্গীর সঙ্গে আলোচনা করে হাফিজ নিয়েছেন রিভিউ।এবারো টিভি আম্পায়ার রিপ্লে দেখেছেন বেশ কয়েকবার, শুনতে চেয়েছেন স্টাম্প-মাইকের আওয়াজ। সবকিছুর পর তিনি হাফিজকে দিয়েছেন নট-আউট।

পরিস্থিত যখন এমন তখন সামলানোর যেন কেউ নেই। তাই এই প্রসঙ্গে কুমিল্লা ভেক্টোরিয়ান্সের কোন মোহাম্মদ সালউদ্দিনের কাছে জানতে চাওয়া হয় ডিআরএস না থাকায় দল গুলো কি সন্তুষ্ঠ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে আমাদের কথা হয়েছিল (টুর্নামেন্টের আগে)। কিন্তু এখানে আসলে স্নিকো ও আল্টা এইজ আনতে অনেক টাকা লাগে। এটা হয়তো যারা করছে তাঁরা প্রভাইড করে নি। এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে। এই কারণে আমাদের কিছু বলার নেই। শুরু হক-আই থাকবে, অন্য কিছু থাকবে না, এটা আমাদের সাথে আগেই কথা হয়েছে।

আমরা বলেছিলাম, এটা থাকাতে খুব একটা যে লাভ হচ্ছে তা কিন্তু না। শুধু লেগ বিফরের ক্ষেত্রে হয়তো ঠিক সিদ্ধান্তটা আসছে, আর বাকি গুলোয় ডাউট থাকতেই হচ্ছে। 

বিপিএলের মান অনুযায়ী এমন ডি আর এস না থাকায় তিনি আরও বলেন,আমার মনে হয় এখন যেই সময় এসেছে আমাদের, এগুলো আমাদের অবশ্যই থাকা উচিত। আমরা তো মধ্যম আয়ের দেশ হয়ে গেছি, এখন তো আসলে এগুলো থাকাই উচিত। 

Bootstrap Image Preview