Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাজিমের ভেতর ঢুকে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ০৯:৪৭ AM

bdmorning Image Preview


জীবীকার উদ্দেশ্যে অনেকেই বিদেশে পারি জমাতে চান আর যদি তা হয় ইউরোপের কোনো দেশ তাহলে তো কথাই নেই। তবে ভিসা জটিলতা ও আর্থিক সংকটের কারণে অনেকেই বেছে নেন অবৈধ উপায়।প্রায় প্রতিদিনই অবৈধ উপায়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে দেখা যায় অভিবাসী প্রত্যাশিদের। এক্ষেত্রে নানা ধরণের কৌশল অবলম্বন করতে দেখা যায় যা কল্পনার ও বাইরে। আমনই একটি ঘটানা দেখা গেল স্পেনে।

জাজিমের ভেতরে মানুষ শুয়ে থাকে এমনটা আগে কখনো শোনা যায়নি! বিস্ময়কর ঘটনা হলেও সত্য, স্পেনে প্রবেশের জন্য দুই অভিবাসীকে জাজিমের ভেতরে আশ্রয় নিতে দেখা গেছে।

টুইটারে স্প্যানিশ সিনেটর জন ইনারিতুর শেয়ার করা একটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম মিরর। উত্তর আফ্রিকার উপকূল এবং মরক্কোর সীমান্ত সংলগ্ন স্পেনের স্বায়ত্তশাসিত মেলিল্লা শহরের এক চেকপয়েন্টে নিরাপত্তাকর্মীদের তল্লাশির সময় ভিডিওটি ধারণ করা হয়।

এতে নিরাপত্তাকর্মীদেরকে একটি গাড়ির ওপরে থাকা প্লাস্টিক দিয়ে মোড়ানো দুটি জাজিম কাটতে দেখা যায়। একটি থেকে বের হন কালো প্যান্ট ও সাদা টি-শার্ট পরা এক যুবক। অপরটি থেকে বের হন কালো প্যান্ট ও নীল টি-শার্ট পরা আরেক যুবক। দ্য সানের মতে, এই দুই যুবক সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা।

জাজিম থেকে বের হওয়ার পর তারা সুস্থ ছিলেন। তাই তাদের কোনও চিকিৎসা সহায়তার প্রয়োজন পড়েনি। প্রতিবেদনে বলা হয়, জাজিম বহনকারী গাড়িটির চালক মরক্কোতে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কর্তৃপক্ষ। 

Bootstrap Image Preview