Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আশরাফুলকে নিয়ে ফিল্ডিংয়ে চিটাগংয়ের শুভ সূচনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১২:৫৬ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১২:৫৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাট করতে নামবে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার। 

বোলিং নিয়িই মাশরাফির রংপুরকে চাপে ফেলেছেন রাহি ও ফ্রিলিঙ্ক। ৩ ওভারের মধ্যেই উপরের সারির তিন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তারা। প্রথম ওভার থেকে ১ রান তুললেও দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারায় রংপুর। এসময় বিদায় নেন মিঠুন ও হেলস রানের খাতা খুলতে না পেরেই প্যাভিলনে পথ ধরেন। 

তৃতীয় ওভারে আঘাত আনেন রাহি। এ সময় তিনি রাইলি রুশোকে ৭ রানে ফেরান। শেষ খবর পাওয় পর্যন্ত রংপুরের সংগ্রহ ৩ উইকেটে ৩ উইকেটে ১৪ রান। 

এই ম্যাচে ঘরোয়া লিগের নির্বাসন কাটিয়েছেন অনেক আগেই কাল উঠছে বিপিএলে খেলার প্রতি আশরাফুলের নির্বাসন। এবারের আসরে তিনি চিটাগং ভাইকিংসের জার্সি গায়ে মাঠে নামবেন। প্রায় ৬ বছর পর আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন তিনি। তাই শনিবার তার উপর সকলেরই নজর থাকবে।

রংপুরের হয়ে এই ম্যাচে খেলছেন না ক্রিস গেইল। শনিবার সকালেই তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকায় পৌঁছান। দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন এই মারকুটে ব্যাটসম্যান।

চিটাগং ভাইকিংস স্বোয়াডঃ শেহেজাদ. ডেলপোট, আশারাফুল, মুশফিকুর রহিম, আবু জায়েদ রাহি, ফ্রিলিঙ্ক, মোসাদ্দেক হোসেন, নাইম হাসান, সিকান্দার রাজ, সানজামুল ইসলাম ও খালিদ আহম্মেদ। 

রংপুর রাইডার স্বোয়াডঃ মেহেদি মারুফ, এ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন রাইলি রুসো, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, রবি বোপারা, মাশরাফি মুর্তজা (কি), সোহাগ গাজী, হাওয়েল।

Bootstrap Image Preview