Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নতুন কমিটি গঠন

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তপু বিশ্বাসকে  সভাপতি ও ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মৌসমী রানী দেবকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২জানুয়ারি) শ্রীকৃষ্ণচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. নারায়ণ সাহা, প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, আরাধন তালুকদার, কানন দাস জিংকু, সুজিত চন্দ্র সরকার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি রামকৃষ্ণ দাস, রিপন পোদ্দার, পুলক রঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, রাজিব সরকার, পাপলু সরকার, রাকেশ ভৌমিক, দীপ্ত রায়, তন্ময় সাহা,সহ সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, সুজন বৈষ্ণব, অপু পাল।

কোষাধ্যক্ষ জয়শ্রী রায়, সহ কোষাধ্যক্ষ রুদ্র প্রসাদ গায়েন, স্বপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল রায়, পল্লব কুমার তাঁতী, হ্রদয় মোদক, সহ সাংগঠনিক সম্পাদক বিজয় কুমার, সাগর সরকার, অফিস সহকারি নির্ণয় রায় প্রকাশনা সম্পাদক কৌশিক সাহা জয়, শুভংকর বিশ্বাস, শিশির নাহা, সাগর সরকার, বাধঁন সরকার, সাংস্কৃতিক সম্পাদক অলক দেবনাথ সাগর, ক্ষমা রায়, সুমা ঘোষ, চৈতি দাস, অ্যাপায়ন সম্পাদক ঝুমা পাল, অর্পিতা চক্রবর্তী, অর্পা পাল, আনিকা দেব, সিন্ধা রায়, অনু তালুকদার, প্রচার সম্পাদক প্রণয় চন্দ্র সরকার,সহ প্রচার সম্পাদক জয়ন্ত রায়।

Bootstrap Image Preview