Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনাকে জাবি উপাচার্যের শুভেচ্ছা

জাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৪৩ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:৪৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ও নিরঙ্কুশ জয়লাভ করায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বুধবার (২ জানুয়ারি) সকালে দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্ব 'বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ' এর একটি প্রতিনিধি দল গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধনামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট সরকারের পদক্ষেপসমূহের প্রশংসা করেন। একইসাথে টানা তৃতীয় বার ক্ষমতায় আসা মহাজোট সরকার দেশের উচ্চ শিক্ষায় মান বৃদ্ধির জন্য যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রক্টর সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।

Bootstrap Image Preview