Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরে নব আনন্দে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview


বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষের দিন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে। দেশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে ১ জানুয়ারি মঙ্গলবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবস্থিত মিরপুর ইংলিশ ভার্সন স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে নতুন বোর্ড বই বিতরণ করা হয়।

এ সময় মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এমিলি খাতুন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ্য মো. ইয়াহিয়া খান রিজন, উপাধ্যক্ষ্য মফিজুল ইসলাম খান নান্নুসহ অনেকে উপস্থিত ছিলেন।

নতুন বই বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত ভাষনে শিক্ষার্থীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো. ইয়াহিয়া খান রিজন বলেন, নতুন বছরে নব আনন্দে সকল শিক্ষার্থীকে পড়ালেখায় মনোনিবেশ করতে হবে।

মনে রাখতে হবে, পড়ালেখা সম্পন্ন করে তোমাদেরকে দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এমনটা হওয়া অস্বাভাবিক না যে, ভবিষ্যতে এক সময় যারা দেশের নেতৃত্ব দিবে, তাদের কেউ হয়তো এই প্রতিষ্ঠানেরই কোনো এক শিক্ষার্থী হতে পারে বলে জানান তিনি। 

Bootstrap Image Preview