Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইতিহাসের উষ্ণতম বছর হতে পারে ২০১৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৩:২২ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৩:২২ PM

bdmorning Image Preview


রেকর্ড ভেঙে ইতিহাসের উষ্ণতার  বছর হতে পারে ২০১৯ সাল। রুশ ফেডারেল সার্ভিস ফর হাইড্রোমিটিওরোলজি এবং এনভায়রনমেন্টাল মনিটরিংয়ের প্রধান রোমান ভিলফ্যান্দ জানিয়েছেন, এল-নিনোর (El-Nino) কারণে বিশ্বব্যাপী এ বছর সবচেয়ে বেশি গরম বা উষ্ণ আবহাওয়া দেখা দিতে পারে।

তিনি বলেছেন, এল-নিনো ঘটনা ঘটে যখন প্রশান্ত মহাসাগরের পূর্বের উত্তপ্ত এবং মধ্যবর্তী দিক দিয়ে তাপমাত্রা বেড়ে যায়। আর এই উষ্ণ তাপমাত্রা বিশাল এলাকা নিয়ে ছড়িয়ে পড়ে।

রুশ শীর্ষ এ আবহাওয়াবিদ বলেন, এ উষ্ণতা বিভিন্ন মহাসাগরসহ বিশাল এলাকাজুড়ে প্রভাব ফেলছে। এছাড়া সমুদ্র থেকে বায়ুমণ্ডলে বিশাল তাপমাত্রা স্থানান্তর হচ্ছে। যা ধীরে ধীরে সমগ্র পৃথিবীকে গ্রাস করছে।

ভিলফ্যান্দ বলেন, ইতোমধ্যেই উত্তপ্ত প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বেড়েছে প্রায় দেড় ডিগ্রি। যা অনেক বড় একটি বৃদ্ধি। এর ফলে ২০১৯ সাল নাগাদ ইতিহাসের সবচেয়ে বেশি উষ্ণতা দেখা দিতে পারে।

Bootstrap Image Preview