Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`তুরস্ক সন্ত্রাসী নিধন অব্যাহত রাখবে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩২ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:৩২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


তুরস্ক অতীতের মতো সন্ত্রাসীদের নিধন অব্যাহত রাখবে  বলে জানিয়েছে দেশটি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্ক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সন্ত্রাসীদের আখড়ায় আগেও হানা দিয়েছিলাম। অতীতে তাদের যেভাবে নিধন করেছি, বর্তমানেও তা অব্যাহত রাখব।

দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

গত দুই বছরে সিরিয়ায় ইউফ্রেটাস শিল্ড ও অলিভ ব্রাঞ্চ নামে দুটি অভিযান চালিয়েছে তুরস্ক। ওয়াইপিজি যোদ্ধা ও আইএস সন্ত্রাসীদের উচ্ছেদ করতে তুরস্ক এ দুই অভিযান চালায়।

ফোরাত নদীর পূর্ব উপকূলে তৃতীয় আরেকটি অভিযানের হুমকি দিয়ে রেখেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

গত ৩০ বছর ধরে পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে তুরস্ক। এ সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছেন বলে আঙ্কারা দাবি করছে। সিরিয়ায় পিকেকের শাখা হচ্ছে ওয়াইপিজি।

Bootstrap Image Preview