Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসছে না তালেবান

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:০১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০১:০১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তালেবান। সৌদি আরবের জেদ্দায় আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আফগানিস্তানের সংবাদমাধ্যম জানায় তালেবানের সঙ্গে আফগান প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আফগান সরকারের প্রতিনিধিদের।

এমন খবরের প্রেক্ষিতে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ গত শনিবার স্পষ্ট ভাষায় বলেছেন, এসব ভিত্তিহীন খবর, এসবের কোন সত্যতা নেই।

অন্যদিকে পাকিস্তানি গণমাধ্যম জানায়, আফগান সরকারের সঙ্গে তালেবানের যে বৈঠক হতে যাচ্ছে তাতে পাকিস্তানও যোগ দিতে চায়।

আফগানিস্তানের তালেবান মার্কিন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে রাজি হলেও আফগান সরকারের সঙ্গে আলোচনার কথা নাকচ করে। এনিয়ে তালেবানের ভাষ্য, আফগানিস্তান থেকে সকল বিদেশি সেনা সরিয়ে নেয়া হলেই কেবল তারা স আলোচনায় বসবে। তথ্যসূত্র: মিডল ইস্ট।

Bootstrap Image Preview