Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে সম্মান করি: মমতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:১১ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:১১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আবারো রথযাত্রা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্তী মমতা ব্যানার্জি। মমতা বলেন, ঈশ্বরের নামে হয় রথযাত্রা। দাঙ্গার নামে নয়।

রাজ্যে রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্ট অনুমতি না দেওয়ায় সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল বিজেপি। সুপ্রিম কোর্টও বিজেপির আপিল খারিজ করে দেয়।

মমতা বলেন, দুই দেবতার নামে রথযাত্রা হয়। কৃষ্ণ এবং জগন্নাথ। আমরা ওই রথযাত্রাগুলোতে অংশগ্রহণ করি। যারা সাধারণ মানুষকে মেরে ফেলার জন্য রথযাত্রার পরিকল্পনা করেন, তাদের মূল লক্ষ্য ঈশ্বর বন্দনা নয়। তাদের লক্ষ্য 'দাঙ্গা' যাত্রা করা। আমরা কাউকে অপমান করি না। আমরা জাতপাত ধর্ম নির্বিশেষে সকলকে সম্মান করি।

বিজেপির রথযাত্রা তিন দফায় হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গে। যে রথযাত্রার নাম গেরুয়া শিবির দিয়েছে, 'গণতন্ত্র বাঁচাও যাত্রা'। এ মাসের শুরুতেই হওয়ার কথা ছিল সেই যাত্রা। রাজ্যের ৪২'টি লোকসভা কেন্দ্রে রথযাত্রা করার কথা ছিল বিজেপির। ওই যাত্রা সূচনা করার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহ'র।

বিজেপি নেতাদের 'ভোগী' বলে সম্বোধন করে মমতা বলেন, মানুষ কোন ধর্ম মেনে চলবে, সেটা ঠিক করার অধিকার বিজেপি নেতাদের নেই। কোন ধর্মের ওপর আমি বিশ্বাস রাখব, তা আমার সিদ্ধান্ত। আমরা ধর্মনিরপেক্ষ। সব ধর্মের সব ঈশ্বরকেই ডাকি আমরা। আমরা যেমন হিন্দু ধর্মকে পছন্দ করি, ঠিক একইভাবে পছন্দ করি খ্রিস্টান বা শিখ ধর্মও।

Bootstrap Image Preview