Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বোকো হারামের দখলে নাইজেরিয়ার ২ সামরিক ঘাঁটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নাইজেরিয়ার উত্তর-পূর্বের দুটি সামরিক ঘাঁটিতে রাতে হামলা চালিয়ে দখল করে নিয়েছে বোকো হারামের জঙ্গিরা। তারা লেক শাদের একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণ নেয়ার জন্য লড়াই করছে। বৃহস্পতিবার নাইজেরিয়ার সামরিক সূত্র বিষয়টি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক সূত্র গণমাধ্যমকে বলেন, জঙ্গিরা হামলা চালিয়ে বগা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের নৌবাহিনীর একটি ঘাঁটিও দখল করে নেয়।

আইএস মদদপুষ্ট ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএনডব্লিউএপি) জিহাদিরা ব্যাপক লড়াইয়ের পর বগা শহরের একটি নৌঘাঁটি ও বহুজাতিক যৌথ টাস্ক ফোর্সের (এমএনজেটিএফ) একটি ঘাঁটি দখল করে নেয়।

সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বোকো হারাম বারবার হামলা চালাচ্ছে।

Bootstrap Image Preview