Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উত্তর কোরীয়ায় হাজার পলাতকের তথ্য ফাঁস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫০ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পক্ষত্যাগী প্রায় এক হাজার উত্তর কোরীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রের কম্পিউটার হ্যাক হওয়ার পর ফাঁস হয় গোপনীয় তথ্যগুলো।

এত ব্যাপকভাবে উত্তর কোরীয় পক্ষত্যাগীদের তথ্য ফাঁসের ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব কথা জানিয়েছে। হ্যাকারদের পরিচয় এবং এ সাইবার হামলার উৎসস্থল সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কোরীয় যুদ্ধের পর থেকে এ পর্যন্ত ৩২ হাজার উত্তর কোরীয় নাগরিক পক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় পালিয়েছেন।

এসব মানুষ যেন দক্ষিণ কোরিয়ায় নিজেদের খাপ খাইয়ে নিতে পারেন তা নিশ্চিত করতে সে দেশে ২৫টি প্রতিষ্ঠান কাজ করছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের অধীনে এ প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানের একটি হল- নর্থ জিয়ংসাং পুনর্বাসন কেন্দ্র।

১৯ ডিসেম্বর সেখানকার একটি ব্যক্তিগত কম্পিউটারে ‘ক্ষতিকর কোড’ শনাক্ত করে কর্তৃপক্ষ। এরপর তারা জানতে পারে, পক্ষত্যাগী উত্তর কোরীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।

Bootstrap Image Preview