Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে শিশুদের যৌন নিপীড়নে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ AM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০৯ AM

bdmorning Image Preview


ভারতে শিশুদের যৌন নিপীড়নে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পক্ষে মত দিয়েছে দেশটির মন্ত্রিসভা। শুক্রবার ভারতের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা জানান।

রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনে রবিশঙ্কর বলেন, যৌন নিপীড়ন থেকে শিশুদের রক্ষা করতে হবে। এজন্য এ সংক্রান্ত আইনে বড় ধরনের পরিবর্তন আসছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা শিশুদের যৌন নিগ্রহের সাজা বাড?ানো সংক্রান্ত সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। সরকারের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের যৌন নিগ্রহের ক্ষেত্রে সাজা কঠোরতর করার ব্যবস্থা রাখা হচ্ছে।

এই সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সংশোধনীতে শিশুদের সুরক্ষায় আরও প্রস্তাব রাখা হয়েছে। বলা হয়েছে, কোনো হরমোন বা রাসায়নিক ব্যবহার করে যৌনতার শিকারে পরিণত করার মতো ঘটনা থেকেও সুরক্ষিত রাখা হবে শিশুদের।

Bootstrap Image Preview