Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে বাতিল হল কয়েক হাজার ফ্লাইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৬ PM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের কেন্দ্রে বৃহস্পতিবার একটি শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। ঝড়ের কারণে দেশটির কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরও কয়েক হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়ে গেছে।

ফ্লাইট ট্যাকিং ওয়েব সাইট ফ্লাইট অ্যাওয়ারের দেয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে ছেড়েছে সাড়ে ছয় হাজার ফ্লাইট। অপরদিকে প্রায় ৮শ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃষ্টি, তুষারপাত এবং শক্তিশালী ঝড় এক সাথে আঘাত হানায় রাস্তায় চলাচল করা বিপজ্জনক এবং কিছু ক্ষেত্রে একেবারেই অস্বাভাবিক হয়ে পড়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে এবং কেন্দ্রীয় সমভূমি অঞ্চলে শুক্রবার ঝড়ের গতি শান্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত ১ ফুটের বেশি পরিমাণ তুষারপাত হতে দেখা গেছে।

নর্থ ডেকোটায় নো-ট্রাভেল বা ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। ফার্গো শহরে অবস্থিত একটি ছোট বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। সেখানকার সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ক্রিসমাসের ছুটির মধ্যেই এমন বিপর্যস্ত আবহাওয়ার সম্মুখীন হতে হচ্ছে বহু আমেরিকান নাগরিককে। টেক্সাসের ডালাস-ফোর্ট অর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ৪৫০য়ের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আরও ৬ শতাধিক বিমানের ফ্লাইট নির্ধারিত সময়ের পরে ছেড়ে গেছে।

Bootstrap Image Preview