Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলকাতায় ট্রেনের বগিতে আগুন, আহত ১৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮, ১১:৫৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কলকাতার মেট্রোরেলে  শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে আগুন লেগে ১৬ জন যাত্রী আহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬ টায় আগুন লাগলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কবি সুভাষগামী মেট্রোরেলটি একটি টানেল দিয়ে যাওয়ার সময় ভেতরের একটি এসি বগিতে আগুন লাগে।  এ সময় ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ট্রেনের জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করে যাত্রীরা।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেতরে আগুন লাগায় ১৫ জন অসুস্থ হয়ে পড়েন।  তাদের মধ্যে কয়েকজন যাত্রী জ্ঞান হারিয়েছে।  অপর এক যাত্রীর বাম পা ভেঙ্গে গেছে।

ঘটনায় প্রত্যক্ষদর্শীদের একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।  ভিডিওতে দেখা যায়, কাচ ভেঙে অনেক যাত্রী ট্রেন থেকে বের হওয়ার চেষ্টা করছেন। ফলে অনেকের হাত কেটে রক্ত বের হচ্ছে। এমন পরিস্থিতি ওই রুট দিয়ে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview