Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ যে কারণে স্ত্রীকে নিয়ে ইরাক সফরে ট্রাম্প!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:২১ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৮:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঘোষিত এক সফরে ইরাক গেছেন। ইরাকে থাকা মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে তার এ ঝটিকা সফরে সঙ্গী হিসেবে আছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাক আগ্রাসনের ১৫ বছর পরও দেশটিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করার কারণে বাধ্য হয়ে ওয়াশিংটন থেকে গোপন বিমানে করে বাগদাদ গেছেন ট্রাম্প। বিমানটি বুধবার ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ ঘাঁটিতে অবতরণ করে।  

যখন মেক্সিকো ওয়াল নির্মাণের জন্য তহবিল যোগান দেয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার শাটডাউনের মুখে পড়েছে এবং সিরিয়া থেকে সেনা প্রত্যাহার নিয়ে যখন তার সরকার নানা সমালোচনার মুখে তখন তিনি ইরাক সফর করছেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের কাছে নিজের শক্ত অবস্থান তুলে ধরেন।

যদিও ইরাকযুদ্ধ ও আনুষাঙ্গিক ব্যয় নিয়ে এর আগে তিনি হাস্যরস এবং  সমালোচনা করেছেন তবে তিনি এ সফরে গিয়ে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কোনো ঘোষণা দেন নি। তিনি বরং ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটিকে যুদ্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। ইরাকে বর্তমানে ৫,০০০ সেনা মোতায়েন রয়েছে।

Bootstrap Image Preview