Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকার প্রতি রাশিয়ার হুঁশিয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview


সৌদি রাজা সালমানের স্থলাভিষিক্ত হওয়ার ‘পূর্ণ অধিকার’ যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের রয়েছে। একইসঙ্গে যুবরাজের এই অধিকার ব্যবহার প্রশ্নে মার্কিন হস্তক্ষেপের ব্যাপারেও সতর্ক করে দিয়েছে মস্কো।রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি মিখাইল বোগদানোভ মস্কোয় এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

সৌদি আরবের প্রয়াত রাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মাদ বিন নায়েফকে গত বছর প্রথা ভেঙে সরিয়ে দিয়ে নিজের সন্তান মোহাম্মাদকে যুবরাজের পদে অধিষ্টিত করেন বর্তমান রাজা সালমান। এরপর নিজের বিরুদ্ধে রাজ পরিবার থেকে সম্ভাব্য বিদ্রোহ দমনে প্রিন্সদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন মোহাম্মাদ বিন সালমান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাঝে ১১ হাজার কোটি ডলারের সমরাস্ত্র বিক্রির স্বার্থে সৌদি যুবরাজের পক্ষ অবলম্বন করলেও মার্কিন সিনেটররা বিষয়টিতে ওয়াশিংটনের নীরবতার তীব্র সমালোচনা করেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সৌদি যুবরাজকে ‘উন্মাদ’ ও ‘বিপজ্জনক’ হিসেবে অভিহিত করে তাকে যুবরাজের পদ থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

এ সম্পর্কে রুশ মন্ত্রী বোগদানোভ বলেন, এ ধরনের আহ্বান জানানোর কোনো অধিকার মার্কিন কর্মকর্তাদের নেই। তিনি বলেন, “সৌদি রাজা একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি কল্পনাও করতে পারি না কিসের ভিত্তিতে কোনো কোনো মার্কিন কর্মকর্তা সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চান। ভবিষ্যতে কে সৌদি আরব শাসন করবে সেটি একান্তই দেশটির নিজস্ব ব্যাপার।

Bootstrap Image Preview