Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারের মত মিলিটারি রকেট উৎক্ষেপণ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বিলিয়নিয়ার অ্যালন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের মিলিটারি স্যাটেলাইট বহনকারী একটি রকেট উৎক্ষেপণ করেছে। এই প্রথম মিলিটারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল স্পেসএক্স।

রবিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এর ফলে প্রতিরক্ষা সংক্রান্ত অনেক তথ্য জানা যাবে। এটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

জানা গেছে, মিলিটারি স্যাটেলাইটটি মহাকাশে নিয়ে গেছে ফ্যালকন-নাইন রকেট। এর আগে চারবার রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করা হলেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। কখনও খারাপ আবহাওয়া আবার কখনও যান্ত্রিক ত্রুটির কারণে স্যাটেলাইট উৎক্ষেপণ স্থগিত করা হয়।

উল্লেখ্য, এটা স্পেক্সএক্স-এর জন্য দারুণ এক সফলতা বলে মনে করা হচ্ছে।

Bootstrap Image Preview