Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমেরিকার কাছে নিরাপত্তা বিক্রি করেছে মধ্যপ্রাচ্যের কিছু দেশ’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬ PM

bdmorning Image Preview


মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ তাদের নিরাপত্তাকে বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এসব দেশ মনে করে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তেহরান সফররত আজারবাইজানের পার্লামেন্ট স্পিকার ওকতাই আসাদোভের সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে এ মন্তব্য করেন শামখানি।

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে আলী শামখানি বলেন, এই নিষেধাজ্ঞার কোনো আইনগত ভিত্তি নেই এবং অতীতের সব নিষেধাজ্ঞার মতো এই অবরোধও ব্যর্থ হবে।

ইরানের নৌবাহিনীর সাবেক এই প্রধান বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এ ছাড়া, নিজ দেশের জনগণ ও সক্ষমতার ওপর নির্ভরতাই একটি দেশকে নিরাপত্তা দিতে পারে বিদেশিরা নয়। সাক্ষাতে আজারবাইজানের পার্লামেন্ট স্পিকার বলেন, তার দেশ ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় এবং এক্ষেত্রে যেকোনো ধরনের প্রস্তাবকে বাকু স্বাগত জানাবে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে সাক্ষাতের আগে আসাদোভ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও পার্লামেন্ট স্পিকার আলী লারিজানির সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

Bootstrap Image Preview