Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনলাইনে বিক্রি বাড়ায় যুক্তরাজ্যে ১ বছরে চাকুরিচুত্য দেড় লাখ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:২০ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ AM

bdmorning Image Preview


বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে অনলাইনে পণ্য বেচাকেনা। তবে অনলাইনে ব্যবসা বাড়ায় বিপাকে পড়েছে দেশটির ঐতিহ্যবাহী দোকান মালিকরা।

বেচাকেনা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে মুনাফাও। অনেক ক্ষেত্রে ব্যবসাও বন্ধ করতে বাধ্য হচ্ছেন মালিকেরা। এ কারণে অনেক মালিকই বিক্রয়কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন। চলতি বছরেই চাকরি হারিয়েছে প্রায় দেড় লাখ বিক্রয়কর্মী। নতুন এক গবেষণা রিপোর্টে ব্রিটেনের ব্যবসায় বাজারের এ চিত্র উঠে এসেছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিটেইল রিসার্চ (সিআরইর) ২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত নিয়ে রিপোর্টটি প্রস্তুত করেছে।

রিপোর্টে বলা হয়েছে, এক বছরেই এক লাখ ৪৮ হাজার ১৩২ জনকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।

এছাড়া বেচাকেনা না থাকায় অন্তত ২০ হাজার দোকান ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। ব্রিটেন যে সময় ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করছে, তখন এমন খবর ব্যবসায়ীদের জন্য শঙ্কারই বটে। আগামী বছরও দোকান মালিকদের ব্যবসা খুব একটা ভালো যাবে না বলেও হুশিয়ারি দেয়া হয়েছে রিপোর্টে।

সিআরআর গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক জোশুয়া বামফিল্ড বলেন, ‘ব্রেক্সিটের জন্য পার্লামেন্টে জোর তর্ক-বিতর্ক চলছে, ঠিক তখন ব্যবসায় মন্দার কারণে রাস্তার পাশের দোকান মালিকগুলোর করুণ অবস্থা।’ চুক্তি হোক বা না হোক, আগামী বছরের ২৯ মার্চের মধ্যে ইইউ থেকে বের হয়ে যেতে চায় যুক্তরাজ্য।

কিন্তু এখন পরিস্থিতি এমন ব্রেক্সিট আদৌ নাও হতে পারে। তবে ব্রেক্সিট হলে দেশটির অর্থনীতি ও বাজারে এর নিশ্চিত প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই হুশিয়ারি এখন থেকে দুই বছর আগেই দিয়েছিলেন তারা।

যেমন নতুন কর্মচারী নিয়োগে সতর্কতা অবলম্বন করছেন নিয়োগকারীরা। তাদের অধীনস্ত কর্মচারীদের প্রশিক্ষণে কম বিনিয়োগ করছেন। মানবসম্পদবিষয়ক পেশাদার ও নিয়োগবিষয়ক প্রতিষ্ঠান আদেক্কো গ্রুপ ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের প্রতিনিধিত্বকারী সংগঠন সিআইপিডি’র জরিপে এমনটাই বেরিয়ে এসেছে।

Bootstrap Image Preview