Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিএসসিতে কক্সবাজারের সর্বোচ্চ ফলাফল চকরিয়া কোরক বিদ্যাপীঠের

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৮:২৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলায় আলোড়ন সৃষ্টি করেছে। ২৪ ডিসেম্বর প্রকাশিত পিএসসি ফলাফলে জেলার সর্বোচ্চ ৮৮ জন এ প্লাস (A+) ও শতভাগ পাশ করার সৌভাগ্য অর্জন করেছে চকরিয়া কোরক বিদ্যাপীঠ।

জানা গেছে, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৭৭ জন পরীক্ষার্থী পিএসসিতে অংশগ্রহণ করে। তার মধ্যে ৮৮ জন এ প্লাস (A+) এবং অবশিষ্ট শিক্ষার্থীরা এ গ্রেড পেয়ে কক্সবাজার জেলার সর্বোচ্চ চূড়ায় স্থান করে নিয়েছে।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রতিবেদককে বলেন, এই বারের পিএসসি'র ফলাফল বিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ এ+ গ্রেড পেয়ে ইতিহাস রচনা করেছে।

তিনি আরো বলেন- বিগত কয়েক বছর পূর্বে আমাদের বিদ্যালয়টি সারা দেশে ১৯ তম স্থান দখল করেছিল। হয়তো এইবারেও আমরা সেরা ২০শে স্থান করে নিতে পারবো।

তিনি এই ফলাফলের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান।

প্রাথমিক শাখার পরিচালক বাবু অলসন বড়ুয়া বলেন- প্রতিবছরের ন্যায় এইবারেও আমরা জেলার সর্বোচ্চ স্থান ধরে রাখতে পেরেছি। এই জন্য বিদ্যালয়ের সকল শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করেন তিনি।

এই দিকে জেএসসি'র ফলাফলেও চকরিয়া কোরক বিদ্যাপীঠ কক্সবাজার জেলায় তৃতীয় স্থান দখল করেছে। জানা গেছে, উক্ত বিদ্যালয় থেকে ৪৪২ জন শিক্ষার্থী জেএসসি'র পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে ৩২ জন এ+ সহ ৪৩৭ জন পাশ করে। জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এ+ গ্রেড এর দিক দিয়ে জেলায় কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয় প্রথম এবং কক্সবাজার সরকারি বালক বিদ্যালয় দ্বিতীয় স্থানে রয়েছে।

Bootstrap Image Preview