Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্বাহী আদেশে ট্রাম্পের সাক্ষর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০২:৪৪ PM

bdmorning Image Preview


সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের লিখিত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এতথ্য নিশ্চিত করা হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে এক ফোনালাপের পরপরই এতে সই করেন ট্রাম্প। এএফপি

মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র এএফপি’কে জানান, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে সিরিয়ায় ক্ষমতার পালাবদলে কোনও সমস্যা সৃষ্টি হলে তা প্রতিহতে একসাথে কাজ করার অঙ্গীকার করেন ট্রাম্প।

এদিকে, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় ট্রাম্পের কঠোর সমালোচনা করে রোববার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘ট্রাম্পকে তার সিদ্ধান্তের জন্য অবশ্যই পচতাতে হবে এবং আমি মনে করি বন্ধুতার ক্ষেত্রে আস্থাভাজন হওয়া অত্যন্ত জরুরি একটি বিষয়।’

Bootstrap Image Preview