Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড়দিনে ফ্লোরিডা সফর বাতিল করলো ট্রাম্প

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বড়দিন উপলক্ষে ফ্লোরিডায় পূর্বনির্ধারিত পারিবারিক সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার প্রেসিডেন্ট সফর বাতিলের ইঙ্গিত দিলেও শনিবার তা নিশ্চিত করলেন তার মুখপাত্র।

শনিবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, মার্কিন সরকারের চলমান অচলাবস্থার (শাটডাউন) কারণে বড়দিনের উৎসবের সময়জুড়ে রাজধানী ওয়াশিংটনেই থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রায় এক-চতুর্থাংশের বাজেট বরাদ্দ ফুরিয়ে যাওয়ায় তা অনুমোদন করাতে শুক্রবার (২১ ডিসেম্বর) আলোচনায় বসেন আইনপ্রণেতারা। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন। ফলে কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টির বরাদ্দ ফুরিয়ে যাওয়ায় শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় ‘অচলাবস্থা’ বা ‘শাটডাউন’।  

বড়দিনের উৎসব ও বর্ষ শেষের ছুটি কাটাতে পরিবারের সঙ্গে ফ্লোরিডার একটি অবকাশ কেন্দ্রে যাওয়ার কথা ছিল ট্রাম্পের। শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, আইনপ্রণেতারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে পূর্বনির্ধারিত সফর বাতিল করে ওয়াশিংটনেই থাকবেন তিনি। শনিবার তার মুখপাত্র ওই সফর বাতিলের কথা নিশ্চিত করেছেন। তবে কতদিন তিনি রাজধানীতে থাকবেন তা নিশ্চিত করেননি।

এই অচলাবস্থা কতদিনে নিরসন হবে তা নিয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এরইমধ্যে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট আগামী বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মুলতবী ঘোষণা করায় অন্তত সে পর্যন্ত অস্থায়ী বাজেট পাসের আর সুযোগ নেই। ফলে বড়দিনের উৎসবের সময়ে যে অচলাবস্থা চলবে তা নিশ্চিত।

Bootstrap Image Preview