Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০১৯ সালে দিল্লিতে মমতার নেতৃত্বে মানুষের সরকার তৈরি করতে হবে: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


ভারতে ২০১৯ সালে দিল্লির সরকারকে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মানুষের সরকার তৈরি করতে হবে বলে ডাক দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ও তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তিনি এজন্য পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের সবকটিতেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন।   

শুভেন্দু অধিকারী শুক্রবার বলেন, কেন্দ্রীয় সরকার কেবলমাত্র ১০/১২ টা কর্পোরেটের সরকার হতে পারে না। এই সরকার জনগণের সরকার হতে হবে এবং তার প্রকৃত নিয়ন্ত্রক ও ধারক-বাহক আর কেউ নয়, তিনি হবেন সাড়ে সাত বছর ধরে ভারতকে পথ দেখানো আমাদের মুখ্যমন্ত্রী ও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দু অধিকারী আরো বলেন, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় দলীয় এক বিশাল জনসমাবেশে ওই আহবান জানান। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও রাজ্যের সমস্ত লোকসভা আসনে তৃনমূলকে জয়ী করার আহ্বান জানান।  

তিনি বলেন, আমরা আগামীদিনে দিল্লিতে পরিবর্তন চাই। ১৯ জানুয়ারি ব্রিগেড ময়দান ভরিয়ে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে আমরা তা নেত্রীকে দেখিয়ে দিতে চাই।

শুভেন্দু বলেন, ওঁদের বেলুন ফুটো হয়ে গেছে। তিনশ’ টাকার গ্যাস সিলিন্ডার এখন এক হাজার টাকা হয়েছে, রেলের ভাড়া ২২ শতাংশ বাড়িয়েছে, প্ল্যাটফর্ম টিকিট ২ টাকা থেকে ২০ টাকা করেছে। নোট বাতিলে কার লাভ হয়েছে? জিএসটিতে কার লাভ হয়েছে? পেট্রলের দাম প্রায় একশ টাকা ও ডিজেলের দাম প্রায় ৮০ টাকা প্রতি লিটার।  ভারতকে ওঁরা অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী নোট বাতিল করেছেন, অর্থমন্ত্রী ট্যাক্সের পরিবর্তন করেছেন, যোগি আদিত্যনাথ জায়গার নাম পরিবর্তন করেছেন। এজন্য মধ্য প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মানুষ বিজেপি সরকার বদল করেছে। আপনাদেরকেও ২০১৯ সালে দিল্লির সরকারকে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা মানুষের সরকার তৈরি করতে হবে।

Bootstrap Image Preview