Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তি আলোচনায় তালেবানকে ভর্ৎসনা করল আফগান সরকার!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:২১ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:২১ AM

bdmorning Image Preview


আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোয় উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবানকে ভর্ৎসনা করেছে কাবুল সরকার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় বসে তালেবান। বৈঠকে স্বাগতিক দেশের পাশাপাশি সৌদি আরব ও পাকিস্তানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে আমেরিকার পক্ষ থেকে অংশগ্রহণ করেন দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ।

আফগান সরকার ওই আলোচনার জন্য প্রতিনিধি পাঠালেও তাদের সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতি জানায় তালেবান। আফগান প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা এই মুহূর্তে সেদেশের জনগণের অন্যতম প্রধান দাবি। কিন্তু জনগণের এই দাবি উপেক্ষা করে আবুধাবিতে আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তালেবানের এই একগুঁয়েমির কারণে আবুধাবি বৈঠক থেকে কোনো ইতিবাচক ফলাফল বের হয়ে আসেনি। এ থেকে বোঝা যায়, তালেবান বাহ্যিকভাবে আলোচনার টেবিলে বসলেও তারা আসলে যুদ্ধ চালিয়ে যেতে চায়।

Bootstrap Image Preview