Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাস্যকর অজুহাতে সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা: হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:০১ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:০১ AM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিরিয়া থেকে তার দেশের সেনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ পরাজিত হওয়ার কারণে তিনি এ নির্দেশ দিয়েছেন। কিন্তু হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাসেম দায়েশকে অজুহাত করে সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন এবং তা প্রত্যাহার দু’টিই হাস্যকর।

শেখ নাঈম কাসেম এ সম্পর্কে বলেন, কারণ, এই আমেরিকাই দায়েশ সৃষ্টি করেছে এবং তাদেরক সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে মধ্যপ্রাচ্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

হিজবুল্লাহর উপ প্রধান বলেন, ইরাক ও সিরিয়া থেকে দায়েশ উৎখাতে মার্কিন বাহিনীর বিন্দুমাত্র ভূমিকা ছিল না। সিরিয়া ও ইরাকের সেনাবাহিনী, এই দুই দেশের গণবাহিনী, লেবাননের হিজবুল্লাহ ও ইরান মিলে জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল করেছে বলে তিনি উল্লেখ করেন।

Bootstrap Image Preview