Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেদের গোয়েন্দা ব্যবস্থা সংস্কার করছে সৌদি!

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ AM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সাংবাদিক জামাল খাগোশি হত্যাকাণ্ডের দায়ভার গোয়েন্দা সংস্থার উপর আসার পর নিজেদের গোয়েন্দা ব্যবস্থা পুরো ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

দেশটির বাদশাহ সালমান এর নির্দেশে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের (এমবিএস) তত্ত্বাবধানে দেশের গোয়েন্দা ব্যবস্থা পুরো ঢেলে সাজাবার এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থার সূত্র হতে জানা যায়, বৃহস্পতিবার এক বৈঠকে যুবরাজ সালমানের নেতৃত্বে একটি কমিটি এ ব্যবস্থা পুরো ঢেলে সাজাবার অনুমোদন প্রদান করেন। তাতে তিনটি নতুন বিভাগের অনুমোদন দেয়া হয় যা জাতীয় নিরাপত্তা নীতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গোয়েন্দা সংস্থার সকল অভিযান অনুমোদন করবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিশ্ব তুরস্কের সৌদি দূতাবাসে সৌদি হিট টিম কর্তৃক জামাল খাগোশির হত্যাকান্ডের জন্য যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে দায়ি করে আসলেও সৌদি কর্তৃপক্ষ বরাবরই তা অস্বীকার করে আসছে। উল্টো এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে রিয়াদ প্রশাসন উপ গোয়েন্দা প্রধান আহমাদ আল আসিরি ও রাজকীয় আইন উপদেষ্টা সৌদ আল কাহতানিকে চাকুরিচ্যুত করেছে।

Bootstrap Image Preview